ধারাজ কন্ঠে আর শুনা যাবে না,প্রিয় হুজুরের মূল্যবান ইসলামে সুমহান বার্তা

মরহুম মাওলানা নুরনবী হুজুরের বাস্তব ধর্মী কিছু কথাঃ

ফেসবুক থেকে সংগৃহিত  কিছু সত্য কথাঃ



চলে গেলেন বিশিষ্ট ওয়ায়েজীন, ধারাজ কন্ঠে আর শুনা যাবে না,প্রিয় হুজুরের মূল্যবান ইসলামে সুমহান বার্তা।আজকে দূঃখের সাথে বলতে হচ্ছে এই মানুষটি বৃদ্ধ বয়সেও শুধুমাত্র একজন দ্বীনের পথে দায়ী হওয়ার কারনে, অসুস্থ শরীর নিয়ে, এমনও দিন অতিবাহিত করছেন, যেখানে সপ্তাহে ৪ দিন কোর্টের বারান্দায় হাটতে হয়েছিলো


কিন্তু হুজুরের উপর যারা জুলুম করেছিলো,এরপরও কখনো হুজুর তাদের সাথে খারাপ ব্যাবহার করেন নি।

এবং দ্বীনের পথ থেকেও পিচপা হননি।
একবার হুজুরের বানোয়াট মামলার শুনানি কালীন একজন হিন্দু ম্যাজিস্ট্রেট, রাষ্ট পক্ষের চাপ থাকার পরও, হুজুর কে জামিন দিয়ে দেন। যদিও'বা অন্যরা জামীন পায়নি। তখন ম্যাজিস্ট্রেট কে শুনানীর শেষে জামিনের ব্যাপারে জিঙ্গাস করা হলে,উত্তরে বলে হুজুর চেহারার দিকে শুনানী চলাকালীন তাকাচ্ছিলাম, তখন কেন জানি বার বার আমার মনের মধ্যে ভয় হচ্ছিল, এই মানুষটি কে যদি জামিন না দিয়ে থাকি, তাহলে ভগমান আমার ক্ষতি করবে।
মহান আল্লাহর কাছে একটাই পরিয়াদ, শ্রদ্বেয় মাজলুম এই জননেতা কে জান্নাতের উচ্চ মাকাক নসিব করুন।
©কপি--> Chowdhury

#চিরনিদ্রায় শায়িত আছেন প্রিয় শিক্ষক মাওলানা নুরননবী হুজুর।
অনেক নির্ঘুম রাত কাটিয়েছিলেন আপনি, এখন থেকে আর নির্ঘুম রাত কাটাতে হবেনা।
ভাবতেই অবাক লাগছে আপনার হাসিমাখা মুখটি আর কোনদিন দেখতে পাবোনা,আর কোনদিন আপনার মধুমাখা কথা গুলো শুনতে পাবোনা।

আমরা আপনাকে হারানোর মাধ্যমে একজন আদর্শ শিক্ষক, একজন আদর্শ রাজনীতিবিদ,একজন খতিব,একজন সমাজ সংস্কারক,একজন অভিভাবক, একজন দা'ঈ ইলাল্লাহ এবং একজন উত্তম উপদেশ দাতাকে হারিয়েছি।আপনার প্রতিটি উপদেশ আমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে।
দোয়া করি,আল্লাহ তায়ালা আপনার প্রতিটি কাজের উত্তম জাযা দান করুক, আপনার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগানে পরিনত করুক।



শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরুন।
ব্লগে শেয়ার করা হবে।

Post a Comment

13 Comments