জাতীয় সঙ্গীত পরিবেশনের পর যে শপথ পাঠ করতে হবে

জাতীয় সঙ্গীত পরিবেশনের পর যে শপথ পাঠ করতে হবে

সরকারি ও বেসরকারি এবং পিটি আই এর প্রাত্যহিক  সমাবেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পরে পূর্বের শপথ বাক্য পাঠ করার নির্দেশ দিয়েছেন।

আমি শপথ করিতেছি যে,

মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব।দেশের প্রতি অনুগত থাকিব।দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব।

হে মহান সৃষ্টিকর্তা,আমাকে শক্তি দিন,আমি যেন বাংলাদেশের  সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি---আমিন







Post a Comment

0 Comments