আজ রাত খুলে দিচ্ছে কাপ্তাইয়ের ১৬ টি গেইট

আজ রাত খুলে দিচ্ছে কাপ্তাইয়ের ১৬ টি গেইট


কাপ্তাই বাঁধের স্প্রীল ওয়ে ৬ ইঞ্চি খোলা হতে পারে সন্ধ্যায়।

কাপ্তাই লেকের পানি সন্ধ্যা নাগাদ ১০৮ ফুট অতিক্রম করতে পারে। এই ক্ষেতে স্প্রীল ওয়ের ১৬ টি গেইট শুধুমাত্র ৬ ইঞ্চি (রিপিট মাত্র ৬ ইঞ্চি) উচ্চতা খুলে দেওয়া হতে পারে। এতে কর্ণফুলী নদীর স্রোত বৃদ্ধি ছাড়া অন্য কোন নেতিবাচক প্রভাব পড়বে না। এ নিয়ে কাউকে আতংকিত না হতে অনুরোধ জানিয়েছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।  

উল্লেখ্য পানির বিপদসীমা ১০৮ ফুট,  আজ দুপুর আড়াইটায় পানির পরিমান ১০৭.৩৯ ফুট। সন্ধ্যায় ১০৮ ফুট অতিক্রম করতে পারে।


সূত্র: সাংবাদিক মো: রেজাউল করিম।

Post a Comment

0 Comments